মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —প্রতিবছরের মত এ বছরও মহা সমারহের সহিত পালিত হলো দেব কুন্ডের বাৎসরিক পূজা অনুষ্ঠান ও মেলা | যাকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম দেখা যায় | জানাযায় পুরাতন মালদার নারায়ণপুর ১৫৯ নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে বেহুলা নদীর ধারে একটি পুকুরে এই গুরু পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় দেবকুন্ডের মেলা এবং পূজা অর্চনা | জানাযায় এই মেলায় মঙ্গল কামনার জন্য আসে নব দম্পতি এসে বেহুলা লখিন্দর ইতিহাস চরিত এই পুকুরে বিবাহের টপর সহ বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে স্নান করে শুদ্ধি হয়ে পূজা করলে নাকি নব দম্পতির বৈবাহিক জীবন সুখী হয় |