শতাধিক বছরের পুরনো শিবনিবাস মন্দিরে ভক্তদের ভীড়।

0
229

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই প্রতিবছর নদীয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরে চলে শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলায় বহু দূর দুরান্ত থেকে ভক্তরা এসে জল অর্পণ করেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব নিবাস মন্দিরে বুড়ো শিবের মাথায়। শ্রাবণ মাস পড়তেই ভক্তদের ভীর ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণগঞ্জ এর শিব নিবাস মন্দির চত্বরে। দূর দূরান্ত থেকে পুরুষ ও মহিলা ভক্তরা এসেছেন তাদের মনস্কামনা পূরণ করতে শিবনিবাস মন্দিরে জল ঢেলে।

নদীয়ার কৃষ্ণগঞ্জে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই শিব নিবাস মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায় রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে এই কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকাতেই আশ্রয় নিয়েছিলেন। এবং তখনই তিনি এই শিব নিবাস মন্দির প্রতিষ্ঠা করেন। শতাধিক বছরের পুরনো এই মন্দিরে আজও ভক্তি সহকারে পুজো হয়ে আসে প্রতিদিন।

প্রত্যেকবারের মতো এ বছরও শ্রাবণী মেলায় ভক্তদের ভীর চোখে পড়ার মতো। মন্দির চত্বরে বসেছে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকানও। মন্দিরের পুরোহিত জানান, “শ্রাবণ মাস পড়তেই আয়োজন করা হয়েছে শিবনিবাস মন্দিরের শ্রাবণী মেলার। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে পুজো দিতে। এবছর মন্দির সংলগ্ন চূর্ণী নদীর ঘাটের সিঁড়ি প্রশাসন থেকে বাধানোর ফলে ভক্তরা সেই সিঁড়ি দিয়ে নেমে চূর্ণী নদীর জল সংগ্রহ করে সেই জল মন্দিরের শিবের মাথায় অর্পণ করতে পারবেন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here