দুবরাজপুর পৌরসভার ২, ৫, ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডের শতাধিক তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে ময়ূরাক্ষী ট্রেনে করে রওনা দিলেন।

0
696

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ ২১ জুলাই। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ডাকে একুশে জুলাই কলকাতা ধর্মতলার “শহীদ স্মরণে”র উদ্দেশ্যে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রওনা দিলেন। আজ ২১ শে জুলাইয়ের শহীদ স্মরণে কলকাতার ধর্মতলা যাওয়ার জন্য বীরভূম জেলার দুবরাজপুর রেল স্টেশনে দুবরাজপুর পৌরসভার ২, ৫, ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডের শতাধিক তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে ময়ূরাক্ষী ট্রেনে করে রওনা দিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা শ্লোগান দিয়ে এবং হাতে ব্যানার ও ব্যাজ পরে ট্রেনে চড়েন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহ ও মনোবল বাড়াতে এদিন দুবরাজপুর রেল স্টেশনে হাজির ছিলেন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্জুন চৌধুরী সহ তৃণমূল কর্মীরা।
পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের এই ঐতিহাসিক সভায় যোগ দিতে দুবরাজপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতার ধর্মতলা যাওয়ার জন্য রওনা দেন। এই অঞ্চল থেকে শতাধিক তৃণমূল কর্মী দুবরাজপুর রেল স্টেশনে হাজির ছিলেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সদস্য সেখ আলি, সুরজিৎ সূত্রধর, সেখ সাহাবুদ্দিন, সেখ ডালিম, সেখ জুয়েল সহ যুব তৃণমূল কংগ্রেসের সদস্য ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেতে বা ট্রেনে চাপতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দুবরাজপুর থানার পুলিশকে মোতায়েন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here