বালুরঘাট নামাবঙ্গীর বাসিন্দা দেবজ্যোতি মোহোরা একটি আস্ত আলুর উপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তাক লাগালো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ৩০ মে ছিল বিশ্ব আলু দিবস। সেই আলু দিবসকে সামনে রেখে বালুরঘাট নামাবঙ্গীর বাসিন্দা দেবজ্যোতি মোহোরা একটি আস্ত আলুর উপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তাক লাগালো। ছোট থেকেই বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার প্রতিভার পরিচয় ইতিমধ্যেই দেবজ্যোতি দিয়েছে। তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাদৃত হয়েছে। ক্যালিফোর্নিয়া এবং বাংলাদেশে তার সাজের কাজ খুবই জনপ্রিয়। গত ১৫ মে তার সাজের কাজ বিদেশে গেছে। আগামী দুর্গাপুজো এবং কালীপুজো উপলক্ষে এক ভিন্নধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য সেই জনসমক্ষে তুলে ধরবে বলে সংবাদ মাধ্যমকে জানালো। তার মতে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পী সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরো বেশি করে করতে চায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবজ্যোতি আমাদেরকে কি জানালো তা আমরা শুনবো তার মুখ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *