পূর্বস্থলীতে দেখা মিললো দুষ্প্রাপ্য জাপানি আমের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী:- হিম সাগর, ল্যাংড়া, গোলাপখাস প্রভৃতি আমের সঙ্গে আমরা সকলেই পরিচিত।
আম পছন্দ করে-না, এমন বাঙালী নেই বললেই চলে।
কিন্তু দেখেছেন কি কখনো, জাপানের “মিয়াজাকি” আম।
আন্তজাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজি ২ লক্ষ ৬৫ হাজার টাকা।
সম্প্রতি বাংলাদেশে এই আমের চাষ শুরু হয়েছে।
বিরভুম জেলায় এক গৃহস্থের বাড়িতেও নাকি ফলন হয়েছে ১টি মিয়াঁজাকি আমের।
এবার বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেখা মিললো দুস্প্রাপ্পো এই জাপানি আমের। তবে একটা- দুটো নয়।
৬ টা গাছে ফলেছে প্রায় ৫০০ মিয়াঁজাকি আম। যদিও গাছের মালিক দিপঙ্কর দত্তর দাবি, বাংলাদেশ থেকে আমের চারা সংগ্রহ করে আনা। ছাড়িগঙ্গার পাড়ে ফলছে।আমরা নিজেরাও জানিনা, এই জাপানি আমের প্রকৃত দাম কত ? বিক্রীর বাজার-ই বা কোথায় আছে ?
ফলে, এই বাগানে অতিথীরা এলেই ২ – ১টা মিয়াঁজাকি আম সঙ্গে করে নিয়ে যান।
ইতিমধ্যে এই গাছের কলম চারা করে বিক্রি করা শুরু হয়েছে।
গোসাইদাস মন্ডল নামে এক গৃহস্থ বলেন, ছেলে আরবে থাকে, বৌমা ইন্টারনেট ঘেঁটে জাপানি আমের নাম জানতে পারে। প্রতি কেজির অনেক দাম। তাই মিয়াজাকির কলম চারা কিনতে চলে এলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *