দক্ষিণ দিনাজপুর জেলার সামগ্রিক অর্থ সামাজিক উন্নয়নে নতুন নতুন চারটি রেলপথ তৈরীর দাবি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কৃষি ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার সামগ্রিক অর্থ সামাজিক উন্নয়নে নতুন নতুন চারটি রেলপথ তৈরীর দাবি। পতিরাম নাগরিক ও যুব সমাজ সংস্থা এই দাবিতে সরব হয়েছে। জেলার রেলপথ পতিরামের উপর দিয়ে সম্প্রসারিত হোক, এই দাবি তুলে ধরেছেন সংগঠনের সম্পাদক। সংগঠনের দাবি, গঙ্গারামপুরের পরে যে পথে রেল চকভৃগু পর্যন্ত এসেছে তাতে পতিরামবাসী এবং বালুরঘাট ব্লকের উত্তরপ্রান্তের চারটি পঞ্চায়েতের নাগরিকদের কোনো বিশেষ সুবিধেই হয়নি। সাথে কুমারগঞ্জ ব্লক, গঙ্গারামপুর ব্লকের উত্তর অংশ, কুশমন্ডি ব্লকের পূর্ব অংশ এখনও রেলের ছোঁয়ার অনেকটাই বাইরে রয়ে গেছে। হরিরামপুর ব্লক এবং তপন এলাকার পশ্চিমপ্রান্তের পঞ্চায়েত গুলো অর্থাত বিস্তীর্ণ এলাকা রেল পরিষেবা যে সহজ ও প্রধান যোগাযোগ মাধ্যম তা এখনও এই এলাকার নাগরিকদের কাছে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না।
সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক জানিয়েছেন, দঃ দিনাজপুর কৃষিপ্রধান জেলা। এখানে ধান ভালো উৎপন্ন হয় এবং ভালো সব্জির চাষ হয়।রেলপথ জেলায় বিস্তৃত হলে জেলার অর্থনীতি চাঙা হবার সুযোগ রয়েছে এবং সাথে কৃষিভিত্তিক শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের বহুল ক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে।।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *