দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী একুশে জুলাই রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও করেন বিজেপি নেতৃত্ব। সেই একই ছবি দেখা গেল দক্ষিন দিনাজপুর জেলার ৮ টি বি ডিও অফিসে।১৪৪ ধারা উপেক্ষা করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে এসে বিডিও অফিস গুলির সামনে এসে জড় হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।যদিও ১৪৪ ধারা থাকায় বাশের ব্যারিকেড ভেংগে ভেতরে যাওয়ার সাহস কোন কর্মী সমর্থকরা করেনি। কেননা এলাকায় প্রচুর পুলিশ সেখানে মজুত ছিল।যদিও অনেক আগে থেকেই বিডিও অফিস চত্বর ঘিরে রাখে বিরাট পুলিশ বাহিনী। বিডিও অফিসে পৌছানোর আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ।
বিজেপি নেতৃত্বের দাবি, দলদাসে পরিণত হয়েছে বিডিও, পুলিশ সহ প্রশাসনের একটা অংশ। যেকারণেই শাসকদল ভোট লুট করতে পেরেছে। যদি তা না হতো তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফল ভালো হতো বলে বিজেপি নেতৃত্বের দাবি কয়েক জনের প্রতিনিধি বিডিও র কাছে ডেপুটেশন নিয়ে ঢুকলেন।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে চারিদিকে ছাপ্পা হয়েছে, হগতয়েছে রিগিং। সেইসাথে ব্যালট চুরি সহ বিভিন্ন ব্লকের বিডিওদের ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঠিক এমনই অভিযোগ রাজ্য বিজেপির। আর তাই রাজ্য বিজেপির পক্ষ থেকে “বিডিও ঘেরাও, গণতন্ত্র ফেরাও” এর ডাক দেওয়া হয়। রাজ্য বিজেপির সেই নির্দেশ মতো শুক্রবার ২১ শে জুলাই কোলকাতায় যখন তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ চলছে তখন রাজ্যের বিভিন্ন বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছে বিজেপির।
Leave a Reply