শুশুনিয়াতে নাইট লং শর্ট ক্রিকেট টুর্নামেন্টে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  ভারত কাঁপছে ক্রিকেট জ্বরে। আইপিএল শেষ হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। আর গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় চলছে ক্রিকেট টুর্নামেন্ট। তবে এখন নাইট ক্রিকেট টুর্নামেন্টের একটা প্রচলন শুরু হয়েছে। ছাতনা ব্লকের শুশুনিয়াতে শুশুনিয়া ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে একটি নাইট লং শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টি উদ্বোধন করেন সমাজসেবী ও শিল্পপতি অশোক সেন। ৩৭ টিম অংশগ্রহণ করেছিল একদিনের এই টুর্নামেন্টে। খেলা ৮ই জুন রাত্রি দশটায় শুরু হলেও একেবারে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ৯ই জুন সকাল 12 টা নাগাদ। অবশেষে ফাইনালে মুখোমুখি হয় এসআর ইলেভেন স্টার বনাম কেঞ্জাকুড়া সিয়াচেন ওয়ারিয়র্স। এসআর ইলেভেন স্টার ৪ রানে জয়ী। ফাইনালে বিজয়ী টিমকে একটি ট্রফি এবং ৬০০০ টাকা পুরস্কৃত করা হয়। রানার্স টিমকে ট্রফি ও ৫০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *