কোচবিহার জেলার তুফান গঞ্জ ১নং ব্লকের অন্দরান ফুলবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের নয়নেরশ্বরী এলাকায় বিজেপি-তৃণমূল দুই দলের বাড়ি ভাঙচুর ঘটনায় চাঞ্চল্য।

0
16

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ২৮ জুনঃ- দুই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ওঠে বিজেপি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফান গঞ্জ ১নং ব্লকের অন্দরান ফুলবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের নয়নেরশ্বরী এলাকায়। ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন এবিষয়ে বিজেপি তপশিলি মোর্চার তুফানগঞ্জ বিধানসভা কনভেনর বিবেক দাস বলেন, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্মৃতিরা আমাকে প্রানে মারার হুমকি দিয়ে আসছে। রাতের অন্ধকারে আমার বাড়িতে হামলা চালায়। বাড়িতে সামনে বোমা ছোড়ে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি।
অন্যদিকে, অন্দরান ফুলবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মা বলেন, বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন। বরং ওরাই আমাদের এক তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বর্তমানে ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here