পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জিলা পরিষদ এবং মেমারি এক পঞ্চায়েত সমিতির আয়োজনে মেমারি এক ব্লকের সন্তোষ মঞ্চে হুল দিবস উদযাপন করা হয়।

0
154

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জিলা পরিষদ এবং মেমারি এক পঞ্চায়েত সমিতির আয়োজনে মেমারি এক ব্লকের সন্তোষ মঞ্চে হুল দিবস উদযাপন করা হয়। হুল দিবস উপলক্ষে মেমারি হাসপাতাল মোড়ে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা ও তাকে সহযোগিতা করেন মেমারি এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মাল্যদানের পরে ওখান থেকে র‍্যালি করে মেমারি ১ ব্লক প্রাঙ্গণে আসা হয়। র‍্যালিতে পথে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীসহ পূর্ব বর্ধমান জেলাশাসক রাধিকা আইয়ার আইএএস, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, রায়নার বিধায়ক ও শম্পা ধারা, প্রাক্তন সহসভাধিপতি তথা জাহের থান ও মাঝি থান রাজ্য কমিটির সদস্য দেবু টুডু, জেলা কল্যাণ আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, পূর্ব বর্ধমান জিলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ অন্যান্য সদস্যগণ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, মেমারি ১ বিডিও শতরূপা দাস, জয়েন্ট বিডিও অনন্যা বেরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ। অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here