বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দ্বীনিয়াত মুনাযযাম মক্তবের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির।

আবদুল হাই, বাঁকুড়াঃ – গ্রীষ্মকালীন রক্তের চাহিদা প্রবল, বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতিও যথেষ্ট আর এসব কথা মাথায় রেখেই বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দ্বীনিয়াত মুনাযযাম মক্তবের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির। যদিও স্বাস্থ্য শিবির আগেও আয়োজন করেছে তবে এবার সংযোজন স্বাস্থ্য শিবির।
সোনামুখীর পেয়ারবেড়া দাড়িপাড়া আয়েশা সিদ্দিকা আজকের এই শিবিরে প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও এলাকার আবাল-বৃদ্ধা-বনিতা সকলেই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।
মুনাযযাম মক্তবের এলাকার বাচ্চাদের পঠন-পাঠনের বিষয়ে যেমন সজাগ তেমনি স্বাস্থ্যের কথা মাথায় রেখে বারে বারে করছেন স্বাস্থ্য শিবির।
এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন দ্বীনিয়াত মুনাযাম মক্তবের প্রধান জিম্মাদার মুফতি আহসানুল্লাহ সাহেব, আয়েশা সিদ্দিকা দ্বীনিয়াত মুনাযযাম মক্তবের শিক্ষক মুফতি ফারুক আহমেদ সাহেব, মক্তবের জিম্মাদার খেতাবুল শেখ, মক্তবের সভাপতি মনোয়ার হোসেন সাহেব ও বদরুল আলম শেখ, সফিউর রহমান শেখ, ফারুক আব্দুল্লাহ ছাড়াও এলাকার বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *