দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এলাকার একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে গেলে স্থানীয় মহিলা থেকে শুরু করে কচিকাচাদের যথেষ্ট বেগ পেতে হয়। বছরে অন্যান্য সময়ে তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে সেই সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকার এই সমস্যা দীর্ঘদিনের।সেই সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের একাধিকবার জানিও সুরাহা হয়নি। ফলে সমস্যায় পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হয় সোমবার স্থানীয় মহিলারা একত্রিত হয়ে ভিডিওর কাছে লিখিত আবেদন করলেন।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে গেলে স্থানীয় মহিলা থেকে শুরু করে কচিকাচাদের যথেষ্ট বেগ পেতে হয়, স্থানীয় মহিলারা একত্রিত হয়ে ভিডিওর কাছে লিখিত আবেদন করলেন।

Leave a Reply