মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর নড়ে চড়ে বসল প্রশাসন, লিস্ট থেকে বাদ পড়েনি বালুরঘাট শহরও।।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর নড়ে চড়ে বসে প্রশাসন। লিস্ট থেকে বাঁধ পড়েনি বালুরঘাট শহরও। বালুরঘাট পৌরসভার তরফ থেকে শহর জুড়ে চালানো হয় সতর্ক ড্রাইভ। এদিন এই ড্রাইভের দ্বিতীয় দিন, এদিন বালুরঘাট পৌরসভা বালুরঘাট থানা মোড় থেকে চকবৃগু নদীর পাড় পর্যন্ত সতর্ক ড্রাইভ চালায়। এদিন পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে পাশাপাশি PWD দপ্তরের আধিকারিকদের কে নিয়ে চালানো হয় সতর্ক ড্রাইভ। থানা মোড় সংলগ্ন এলাকায় একাধিক দোকান কে সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে পাশাপাশি ফিতে দিয়ে সরকারি জমি মাপা হয়, উল্লেখ্য সরকারি জমির ওপর দোকান করে রয়েছে ব্যবসাহিরা। তাদের কে এদিন মেপে জানিয়ে দেওয়া হয়। সময় সীমা দেওয়া হয় আগামী ১০ই জুলাই অবধি। ১১ তারিক থেকে করা ব্যবস্থা গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র উপস্থিত থেকে সমস্ত টা সোরো জমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর জনপ্রতিনিধিরা। ও পৌর কর্মীরা।

বাইট: অশোক কুমার মিত্র (চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *