দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী দের স্বর্গীয় নিমাই চন্দ্র মণ্ডল স্মৃতি পাঠ্য পুস্তক বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশা। আজ দশম শ্রেণীর শ্রেয়া দাস, নবম শ্রেণীর দীপা মণ্ডল, জয়ীতা মণ্ডল, মীরা হেমরম, দীপ দেবনাথ, অষ্টম শ্রেণীর দিয়া দেবনাথ, নন্দিতা দাস সপ্তম শ্রেণীর তনুশ্রী দাস,ষষ্ঠ শ্রেণীর রাজেশ বর্মণ, মোনালী মণ্ডল দের পাঠ্যপুস্তক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস, নিমাই চন্দ্র মণ্ডলের পুত্র তথা বিদ্যালয় শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল, সহ শিক্ষক দেবাশিস মণ্ডল, সহ শিক্ষিকা সুলগ্না ব্যানার্জী, পার্শ্ব শিক্ষিকা পিউলি মণ্ডল, পপি মণ্ডল,পার্শ্ব শিক্ষক পলাশ মণ্ডল, গৌর চন্দ্র বর্মণ প্রমুখ।
উদ্যোক্তা পথের দিশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রশান্ত চন্দ, সৌরভ রায়,মান্না সরকার সহ অন্যান্য সদস্য,সদস্যারা।
দশম শ্রেণীর ছাত্রী রিয়া লোহার বই পেয়ে ভালো লাগছে। আমাকে বই দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
পথের দিশার পক্ষ থেকে প্রশান্ত চন্দ জানায় রক্তদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী দের পাঠ্যপুস্তক বিতরণের কাজও আমরা শুরু করলাম।বইয়ের অভাবে কারও পড়াশুনা যেন বন্ধ না হয়।
অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী দের স্বর্গীয় নিমাই চন্দ্র মণ্ডল স্মৃতি পাঠ্য পুস্তক বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশা।

Leave a Reply