যুব শক্তি পত্রিকার ৫৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- যুব শক্তি পত্রিকার ৫৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিপিআইএমের তরফে বর্ধমান টাউন হলে । উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহ:সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী,সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অনেকে। কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী বলেন, গণতন্ত্র যারা লুঠ করেছে তাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। তৃণমূলের লুঠের টাকা, বকেয়া টাকা, ভাগের টাকা সব টাকা কিন্তু পুলিশ এবং সাধারণ প্রশাসনের একটি জায়গায় যাচ্ছে। তৃণমূলে ভাগের টাকা প্রসাদ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন বামপন্থীরা। জনগণের কাছে হিসেব আছে, বালি চুরি, কয়লা চুরি, মোরাম চুরি, কল কারখানার লোহা চুরি সমস্ত চুরির টাকা কার বাড়ি যাচ্ছে এবং কোন জায়গাতে সবটাই হিসেব আছে তাদের কাছে। এবারের পঞ্চায়েত ভোট নতুন উপাদান হাজির করল। মানুষ জোট বেঁধেছে,কোমর বেঁধেছে এবং দুর্নীতির বিরুদ্ধে, দুষ্কৃতিরাজের বিরুদ্ধে, বিভাজন রাজনীতিবিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র পুনর উদ্ধার করে, বামফ্রন্ট আমলে যে মানুষের পঞ্চায়েত গঠিত হয়েছিল সেই পঞ্চায়েত গঠন করবেন। তৃণমূলের রুটের পঞ্চায়েতের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ গর্জে উঠেছেন এবারে পঞ্চায়েতে। নির্বাচনের ফলাফল দিয়ে কিছু যায় আসে না। মানুষ জানে ভোটের দিনে কি হয়েছে এবং গণনার দিনে কি হয়েছে। তাই বামপন্থীরা বলেছেন,ভোট লুঠ হয়েছে গণনায় ডাকাতি হয়েছে। গ্রামে গ্রামে মানুষ জানে পঞ্চায়েত ভোটে কি হয়েছে,মানুষ প্রস্তুতি হচ্ছে লুটেদের হাত থেকে উদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *