অবিলম্বে রাস্তা নতুন করে নির্মাণের দাবীতে রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  হাতের চাপে উঠে আসছে নব নির্মীত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার পিচ। বাঁকুড়ার ছাতনা ব্লকের শিউলীপাহাড়ি গ্রামের এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণের দাবীতে আজ রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ।

বাঁকুড়ার খড়বনা বাজার থেকে শিউলিপাহাড়ি গ্রাম হয়ে চাকলতোল পর্যন্ত রাস্তা কংক্রিট করার জন্য ৮৬ লক্ষ ৫ হাজার ২৩৪ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় শিউলীপাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার একাংশে কংক্রিট ঢালাই এর কাজ করে বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা। রাস্তা ঢালাই এর কাজ হতেই শিউলীপাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় চারশো মিটার অংশে কংক্রিট হাতের চাপেই ভেঙে যাচ্ছে। গ্রামবাসীদের দাবী রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই সমস্যা তৈরী হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরী হয়নি তেমনই বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে ওই রাস্তা তৈরী করেছে বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থা। অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরী ওই রাস্তার চারশো মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরীর দাবীতে সরব হয়েছেন এলাকাবাসী। নিজেদের দাবীকে সামনে রেখে আজ সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। অবিলম্বে দাবী পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলীপাহাড়ি গ্রামের মানুষ। এদিন অবরোধের খবর শুনে শিউলীপাহাড়ি গ্রামে গিয়ে সরেজমিনে নবনির্মীত রাস্তার হাল খতিয়ে দেখে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত প্রধানের আস্বাস রাস্তাটি তৈরীর পরে পরেই কেন এমন অবস্থা হল তা খতিয়ে দেখা হবে।

বাইট – শান্তনু কুন্ডু (প্রধান, ঘোষেরগ্ৰাম পঞ্চায়েত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *