লাইন বসানোর কাজ পরিদর্শনে এলেন উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডি আর এম।

0
142

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  বালুরঘাট রেল স্টেশনের উন্নয়ন ও পিট ও শিট লাইন বসানোর কাজ পরিদর্শনে এলেন উত্তর পুর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডি আর এম।

সোমবার দুপুরে কাটিহার থেকে স্পেশাল ট্রেনে ডি আর এম তার অনান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বালুরঘাট স্টেশনে এসে পৌছন। এরপর তিনি স্টেশনের আধিকারিকদের সাথে বৈঠক করে স্টেশনের উন্নয়ন মুলক কাজ ও পিট ও সিট লাইনের কাজের অগ্রগতির ব্যাপারে খোজ খবর নেন। পাশাপাশি স্টেশনের যাত্রী পরিষেবার ক্ষেত্রে কিছু পরামর্শ ও দেন স্থানিও স্টেশন আধিকারিকিদের। এরপরে তিনি বালুরঘাট স্টেশনের কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি স্টেশন সংলগ্ন নতুন পিট ও সিট লাইন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।এবং এই নয়া প্রজেক্টের ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করবার কথা জানিয়ে দেন।

পরে সাংবাদিকদের বালুরঘাট রেল স্টেশনের উন্নয়ন ও হিলি বালুরঘাট রেলপথ সম্প্রসারন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে পিট ও সিট লাইনের কাজ চলছে তা শেষ হলে বালুরঘাট – একলক্ষী এই রেলপথের আরো উন্নয়ন করা সম্ভব হবে।পাশাপাশি বালুরঘাট ও গংগারামপুর রেল স্টেশনের আপগ্রেডেশনের ব্যাপারটি নিয়ে প্রোপজাল রেলভবনে পাঠানো হয়েছে। সেখানে পাশ হয়ে এলেই তা দ্রুততার সাথে শুরু করে দেওয়া হবে।পাশাপাশি তার দাবি বালুরঘাট স্টেশনের এই পিট ও সিট লাইনের নতুন কাজ ও এই স্টেশনের উন্নয়ন মুলক কাজ হিসেবেই দেখা হয়ে থাকে।এরপাশাপাশি হিলি বালুরঘাট রেলপথ সম্প্রসারনের বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন বর্তমানে পুরো বিষয়টি টেন্ডার প্রক্রিয়ার পর্যায়ের স্তরে রয়েছে। যার বিভাগ আলাদা ও তার দেখাশোনার ভার ও আলাদা একজনের উপর নস্ত রয়েছে। সেখান থেকে পাশ হয়ে আসলে তবেই ব্বিষয়টি নিয়ে এগোন সম্ভবপর হবে বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here