মানিকচকের গোলমালের ঘটনার পর জখম আইসি সহ দুই পুলিশ কর্মী এবং গুলিবৃদ্ধ দুই পথচারীর সঙ্গে মালদা মেডিকেল কলেজে রাতেই দেখা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
278

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মানিকচকের গোলমালের ঘটনার পর জখম আইসি সহ দুই পুলিশ কর্মী এবং গুলিবৃদ্ধ দুই পথচারীর সঙ্গে মালদা মেডিকেল কলেজে রাতেই দেখা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার রাতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা মেডিক্যাল কলেজে যান। সেখানেই মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার সহ মোট তিনজন পুলিশ কর্মীর সঙ্গে দেখা করেন। পাশাপাশি পুলিশের গুলিতে জখম আরো দুই অসুস্থ যুবকদের সঙ্গে দেখা করেন মন্ত্রী।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, যে ঘটনাটি এদিন মানিকচকে ঘটেছে তা কাঙ্খিত নয়। মানিকচক থানার আইসির বেশি চোট রয়েছে। আমরা চাই দ্রুত যাতে সকলেই সুস্থ হয়ে উঠুক। এদিনের মানিকচকের হামলার ঘটনা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভিপি প্রসেনজিৎ কুমার বরের সাথে দেখা করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here