বিজেপির বালুরঘাট শহর মন্ডল এর পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসককে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ বালুরঘাট পৌরসভার অন্যান্য পরিষেবা উন্নয়নের বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।

0
99

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ফুটপাত দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষ ভাবে করা হয় এবং বালুরঘাট শহর জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামে বিজেপি। এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল এর পক্ষ থেকে বালুরঘাট মহকুমা শাসককে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ বালুরঘাট পৌরসভার অন্যান্য পরিষেবা উন্নয়নের বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, বালুরঘাট শহরে ইতমধ্যেই শুরু হয়েছে ফুটপাত দখল মুক্ত করার অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১০ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর, বালুরঘাট পৌরসভার উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে বুলডোজার দিয়ে ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে।

বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, নিরপেক্ষ ভাবে ফুটপাত দখল মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগের তদন্ত ও সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here