পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ একুশে জুলাই । এই একুশে জুলাই য়ে প্রত্যেক বছরের মতন এ বছরেও কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি যথাযথ মর্যাদা সাথে পালন করা হয়। এ বছরেও শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই বর্ধমান জেলার সাথে সাথে শহরের তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বর্ধমান স্টেশনে দেখা গেল হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক রা মিছিল করে ট্রেনে করে ধর্মতলা তে শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছেন তাঁরা জানাচ্ছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে ধর্মতলায় শহীদ সমাবেশে যাচ্ছেন তারা আরো জানান, ধর্মতলা শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্যই যাচ্ছেন বলেও জানালেন।
ধর্মতলা শহীদ সমাবেশে যাওয়ার জন্য বর্ধমান স্টেশনে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে । সেখানে ধর্মতলা যাওয়ার জন্য ব্যাচ জলের বোতল এবং এবং টিফিনের বন্দোবস্ত করা হয় কর্মী সমর্থকদের জন্য ।।