বালুরঘাট সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো।

0
112

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – ৫৫ তম বছরে পদার্পণ করছে এবারে বালুরঘাট সব্যসাচী ক্লাবের ২০২৪ শারদ উৎসব। হাতে গুনে আর মাত্র তিনটে মাস বাকি তার পরেই উমা আসবে তার বাপের বাড়ি। এমত অবস্থায় এখন রীতিমতো সাজো সাজো রব চারিদিকে। নীল আকাশ সঙ্গে তুলোর মতোন মেঘ যা অজান দিচ্ছে যে মা আসছে। এদিন রবিবার পূণ্য তিথিতে ৫৫ তম শ্রী শ্রী শারদ উৎসবের বালুরঘাট সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পূন্ন হলো। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সম্পূন্ন হলো সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজো গুলীর মধ্যে অন্যতম এই ক্লাব, এবারে পুজোর থিম হচ্ছে “অবিচ্ছেদ্য” যা রূপায়ণ করবেন শিল্পী নেপাল দাস। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারের সব্যসাচী ক্লাবের মণ্ডপ। পাশাপাশি থাকছে কলকাতা পুজোর শোয়া। জানাগেছে এবারে বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা। সব শেষে একটি কোথায় বলা যায় যে রীতিমতো একপ্রকার ব্যাপক সারাফেলতে চলেছে বালুরঘাটের সব্যসাচী ক্লাব।

বাইট: সুকোমল সরকার (ক্লাব প্রেসিডেন্ট)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here