চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা,নবকলা সহ একাধিক জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করল অপরাজেয় নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

0
259

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে সাধারণ মানুষকে দেয়া হচ্ছে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে গাছ লাগানোর বার্তা, সেই বার্তাকে স্মরণ করে এবং অরণ্য সপ্তাহকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা,দ্বারিগেড়িয়া,নবকোলা, তুতবাড়ি সহ একাধিক এলাকায় বৃক্ষরোপণ করলো অপরাজেয় নামক স্বেচ্ছাসেবী সংস্থা,তবে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রসেনজিৎ কুন্ডু, চিরঞ্জিত রানা,অভিক প্রামাণিক, সুবজান মন্ডল সহ অন্যান্যরা,জানা গিয়েছে এই দিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয় সংগঠনের তরফে, সংগঠনের এই কর্মকাণ্ডতে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে BMOH দীপক কুমার কুইলা,ডাবচা নবকোলা হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি,স্কুল সভাপতি প্রসেনজিৎ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here