মৃত ইমাম সাহেবের পরিবারের পাশে সোনামুখী ব্লক ইমাম সংগঠন সর্ব সময় এবং যেকোনো অবস্থায় পাশে থাকার আশ্বাস দেন।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ইমাম সাহেবদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় মৃত ইমাম মাওলানা মরহুম আমিরুল সাহেব জন্য, সাথে সাথে দোয়া করা হয়।
মৃত ইমাম সাহেবের পরিবারের পাশে সোনামুখী ব্লক ইমাম সংগঠন সর্ব সময় এবং যেকোনো অবস্থায় পাশে থাকার আশ্বাস দেন।
সোনামুখী ব্লক ইমাম সংগঠনের পক্ষ থেকে আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক ইমাম সংগঠনের সম্পাদক হাফেজ আশরফ আলি, কোষাধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, মাওলানা ময়নোদ্দিন সাহেব মাওলানা , আব্দুল গফুর মাওলানা, গিয়াস উদ্দিন মাওলানা , মনিরুল এবং দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ কাসেমী সাহেব ও কাঁটা দিঘি বালিকা মাদ্রাসায় হাফেজ খালিদ সাইফুল্লাহ ।
সোনামুখী ব্লক ইমাম সংগঠনের এই আন্তরিকতা দেখে মূত ইমাম সাহেবের পরিবারের সদস্যরা সংগঠনের জন্য দোয়া করেন।
মূত ইমাম সাহেবের শশুর মশাই বলেন – আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু সোনামুখী ইমাম সংগঠনের মতো এতো মজবুত সংগঠন কোথাও দেখি নাই , এই সংগঠনের ইমাম সাহেবরা আমার জামাই যখন অসুস্থ অবস্থায় ছিল তখনো পাশে ছিল, এখন এখন আমার জামাই দুনিয়া ছেড়ে চলে গেছে তবুও এই সংগঠন আমার নাতির পাশে দাঁড়িয়েছেন।
ইমাম সংগঠনের এই আন্তরিকতা এবং ভালোবাসা দেখে আমি অত্যন্ত খুশি , আমি দোয়া করি আপনারা আরো বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *