এবার পঞ্চায়েত সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

0
1365

দুবরাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারও ভাঙন বিজেপিতে। এবার পঞ্চায়েত সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা ঝুমা রুইদাস যোগদান করলেন তৃণমূলে। তাঁর সঙ্গে শতাধিক কর্মীও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ আরও অনেকে।
লোবা গ্রাম পঞ্চায়েত ১৮ টি আসন বিশিষ্ট। যার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৭ টি আসন পেয়ে জয়ী হয় এবং বিজেপি ১ টি আসনে জয়ী হয়। জয়ী বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় ১৮ টি আসনই তৃণমূলের দখলে হলো। ঝুমা রুইদাস জানান, আমি জয়ী হওয়ার পর থেকেই বিজেপির পক্ষ থেকে আমার কোনো খোঁজখবর নেয়নি। আমি একা কোনো কাজ করতে পারছিলাম না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আমি তৃণমূলে যোগদান করলাম। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি জানান, লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকী চক্রবর্ত্তী ও ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খানের নেতৃত্বে ঝুমা রুইদাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপি শুধু ভাঁওতা মারে। কোনো কাজ করে না। তাই ঝুমা রুইদাস ও তাঁর সাথে আরও ১৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here