সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা।

পূর্ব মেদিনীপুর-রামনগর, নিজস্ব সংবাদদাতাঃ – মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর ও তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতি গ্রস্ত হয়ে ভাঙ্গন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শংকরপুর, তাজপুর, পূর্ব জলধা, জামড়া শ্যামপুর-এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙ্গায় আতঙ্কে এলাকার মানুষ জন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষ জন অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। এক দিকে পাড় ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, অতি দ্রুত আমরা তার পদক্ষেপ গ্রহণ করছি। দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারেবারে পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমন টাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরাও।
ইতি মধ্যেই শংকরপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পারভাঙ্গা দোকান ঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমত সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী দিনের শংকরপুর ও তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *