তপন ব্লকের নকরাকুরি এলাকায় দেখামিলেছে এক বিশাল আকৃতির দাড়াশ সাপের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – আবারো শহরে সাপের আতঙ্ক। তবে এবার জাত গোখরো বা কেউটে নয়!, দেখামিলেছে এক বিশাল আকৃতির দাড়াশ সাপের। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নকরাকুরি এলাকায়। এদিন রবিবার এক গৃহস্তের বাড়িতে লক্ষ করা যায় বিশাল আকৃতির এক দারাশ সাপ। বিশাল আকৃতি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্তে। খবর দেওয়া হয় Dakshin Dinajpur Snake and Animals Protection Samity কে, ঘটনাস্থলে দুই সদস্যের টিম পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয়, পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার শেষে সর্প প্রেমী অতনু ঘোষ জানান “এটি দারাশ সাপ বিষহীন সাপ। তীব্র দাবদাহ বাইরে সেই মোতাবেক ঠাণ্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে। ভয়ের কিছু নেই, এই সাপ অনেক উপকারী। কৃষি ক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে। পাশাপাশি এদিন সাপ না মারার বার্তা দেওয়া হয় সাধারণকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *