কুড়ি তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে রবিবার।

0
188

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান ছাড়িয়ে রাজ্যের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে বিবেকানন্দ সেবক সংঘ। এই বছরে তাদের থিম ঐশ্বরিক। কুড়ি তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে রবিবার। বেশ জাকজমক সহকারেই খুঁটি পূজার আয়োজন করা হয়। প্রতিবছর খুঁটি পূজার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিবেকানন্দ সেবক সংঘের তরফে। আজ এই রক্তদান শিবিরে প্রায় ৩০০ জন রক্তদাতা রক্ত দান করবেন। বিবেকানন্দ সেবক সংঘের সভাপতি তমাল কান্তি মন্ডল জানান, অন্যান্য বছরের মতো এই বছরে ভিড় উপচে পড়বে উৎসাহী দর্শকদের। পাশাপাশি উদ্যোক্তারা জানান বিবেকানন্দ সেবক সংঘের পুজো অর্গানাইজড পুজো।উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান, বর্ধমান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌর পিতা নুরুল আলম, ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিমাই মজুমদার, বিবেকানন্দ সেবক সংঘের সম্পাদক প্রসেনজিৎ পাল, বিবেকানন্দ সেবক সংঘের পুজো কমিটির সভাপতি সুশান্ত ঘোষ সহ বিবেকানন্দ সেবক সংঘের সমস্ত সদস্য এবং সদস্যাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here