পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তর খারাপ করলো জেলার বিভিন্ন জায়গার আলু চাষিরা সহ আলু ব্যবসায়ী সংগঠনগুলি। জানা যায় মূলত খারাপ আলু যে সমস্ত আলু বাংলার মানুষ খায় না সেই আলু সাধারণত চাষীরা ভিন রাজ্যে পাঠায়, বর্তমানে সেই সুবিধা বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যার ফলে চরম সংকটে আলু চাষীরা। বর্ডার সিল না করার প্রধানত মূল দাবী ছিল চাষীদের। এছাড়াও সরকারের তরফে আলুর সহায়ক মূল্যের দাবিও জানানো হয় আলু চাষিদের তরফে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্রাম পঞ্চায়েত এলাকার এক আলু চাষী জানান, রাজ্য সরকার আলুর জন্য সুফল বাংলা করেছে কিন্তু জৌগ্রাম পঞ্চায়েত এলাকায় সেই সুবিধা কোথাও নেই। আলু উৎপাদন করেও দাম পাই না আমরা। কৃষি দপ্তরের অপদার্থরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি।