আজ বিভিন্ন সংগঠন, সংস্থা, সাহিত্য জগতের মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

0
141

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারক বাহক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম মৃত্যুবার্ষিকী। আজ বাইশে শ্রাবণে তার প্রতি শ্রদ্ধা জানাতে বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, জেলা । এর পাশাপাশি আজ বিভিন্ন সংগঠন, সংস্থা, সাহিত্য জগতের মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও বাংলা অ্যাকাডেমী সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সৃষ্টিকর্মের মাঝেই অমর হয়ে থাকবেন সকলের মাঝে। অমর হয়ে গেছেন তার লেখা কবিতা গান উপন্যাস গল্পের মাধ্যমে আজও কোটি কোটি বাঙালি পড়ছে তার কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার।
আজ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে বর্ধমানের বিভিন্ন শিল্পীদের কে নিয়ে নাচ গানের কবিতার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here