১৭ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন ফালাকাটার আলু চাষীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলু নিয়ে চাপানউতোর চলছেই।ভিন রাজ্যে আলু রফতানিতে উঠেছে দেওয়াল। অভিযোগ, বাধা দিচ্ছে রাজ্য। এই পরিস্থিতিতে ফের সুর চড়ালেন আলু চাষীরা। প্রতিবাদে বুধবার ১৭ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন ফালাকাটার আলু চাষীরা। বাইরের রাজ্যে আলু বিক্রয়ের অনুমতি, সারের কালোবাজারি বন্ধ সহ কয়েক দফা দাবি নিয়ে ফালাকাটার কৃষকরা একজোট হয়ে ফালাকাটার কৃষক বাজার থেকে মিছিল ফালাকাটা ১৭নম্বর জাতীয় সড়ক মেইনরোড এলাকায় অবরোধ শুরু করে কয়েক হাজার আলু চাষী। ওই অবরোধের জেরে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি সহ বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে।এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফালাকাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *