নিজস্ব সংবাদদাতা, মালদা—মধ্যরাতে মহিলাদের রাত দখলের আন্দোলনে মালদা শহরের ফোয়াড়া মোড়ে বিশাল জমায়েত। কয়েক হাজার মহিলার অংশগ্রহণে প্রতিবাদ মুখর শহরের রাজপথ। রাত দখলের আন্দোলনে সামিল মহিলারা সোচ্চার আর জি কর কান্ডের প্রতিবাদে। জোরালো আওয়াজ মহিলাদের নিরাপত্তার দাবীতে।
কয়েক হাজার মহিলার অংশগ্রহণে প্রতিবাদ মুখর শহরের রাজপথ।

Leave a Reply