আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার আট জায়গায় বিজেপির পক্ষ থেকে দুটো থেকে চারটা পর্যন্ত পথ অবরোধ করা হয়। বালুরঘাটের হিলি মোরে এই পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক বাপি সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার বাংলার মা-বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা অবিলম্বে চাই বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে আমাদের সঙ্গে আজ বাংলার মা বোনেরা পথে নেমে এসেছে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার আটটি জায়গায় আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকে পথ অবরোধে শামিল হয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন এবং আর জি কর কান্ডের সত্যতা উৎঘাটিত হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
আজকের এই পথ অবরোধে প্রচুর বিজেপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *