খড়গপুরের মাদপুরের ঘাটে অবস্থান বিক্ষোভ তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের পাশাপাশি সারা দেশজুড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই ঘটনার আঁচ গিয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশে, ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলি রাস্তায় নেমে পড়েছে,অন্যদিকে তীব্র আন্দোলনের পথে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছে স্বাস্থ্যকর্মীরা, যদিও প্রত্যেকটি হাসপাতালে খোলা রয়েছে এমারজেন্সি, অন্যদিকে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া CBI এর হাতে তুলে দেওয়া হয়েছে,এই মত অবস্থায় শাসকের জামানায় আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে শাসক দল, তৃণমূলকে কলঙ্কিত করার লক্ষ্যে বিরোধীদের চক্রান্ত এই অভিযোগ তুলে পুনরায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে শাসক দলের কর্মী সমর্থকরা,বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর ঘাটে অবস্থান-বিক্ষোবে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব, যেখানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ও জেলার একাধিক নেতৃত্ব, এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাইতি জানিয়েছেন আমরাও দোষীদের শাস্তির দাবি তুলছি, পাশাপাশি সিবিআইকে বলছি খুব তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া শেষ করা হোক, যদিও বিরোধীদের চক্রান্ত অনুযায়ী এই ঘটনাকে দীর্ঘদিন ধরে জিইয়ে রাখতে চাইছে বিরোধীরা তৃণমূলকে কলঙ্কিত করার লক্ষ্যে, তিনি আরো জানিয়েছেন আন্দোলন হোক তবে ভাঙচুর করে বা স্বাস্থ্যপরিসেবা বন্ধ রেখে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *