প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বুধবার পাঁচলা কাঁঠালতলা থেকে নলপুর স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিল হলো।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –  আরজি করে ইন্টার্ন মহিলা ডাক্তারের মৃত্যু দেখতে দেখতে বেশ কয়েকদিন গড়িয়ে গেল। নৃশংস মৃত্যুর তেমন কোন অগ্রগতি এখনো হলো না এমনই অভিমত পশ্চিমবঙ্গের সহ আপামর ভারতবাসীর। সেই প্রথম দিকে সিভিক ভলেন্টিয়ারে গ্রেপ্তার, তারপর প্রাক্তন উপাধ্যক্ষ কে পালা করে প্রতিদিন জেরা করছেন সিবিআই-এর দল। যদিও কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এই ডাক্তার মৃত্যুর। এই তদন্তে আপামর পশ্চিমবঙ্গ সহ ভারতবাসীর সকল নাগরিকগণ আশাবাদী হলেও তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব সিবিআই প্রকৃত খুনিদের খুজে বের করে তাদের যেন উপযুক্ত শাস্তি দেন। তেমনি প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বুধবার পাঁচলা কাঁঠালতলা থেকে নলপুর স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিল হলো। মিছিলে যদিও কোন রাজনৈতিক ব্যানার ছিলনা, শুধু ছিল ধর্ষণ এবং হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদের ব্যানার। বৈকাল ৫টা পর থেকে শুরু হল বিক্ষোভ মিছিল। বৃষ্টিকে মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল এগিয়ে চলল নলপুর স্টেশনের দিকে। উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে মুখরিত হল নলপুর এলাকা। তদন্তের গতিকে ত্বরান্বিত করে যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি দাবি জানানো হলো বিক্ষোভ মিছিল থেকে। পরিশেষে যখন মিছিল নলপুর স্টেশনের কাছে পৌঁছালো অঝোরে ঝরছে বৃষ্টি তখনও। এই বৃষ্টি থামাতে পারেনি প্রতিবাদীদের কণ্ঠস্বর। মিছিলের শেষে স্টেশন সংলগ্ন এলাকায় সাময়িক হলো পথসভা। মিছিলে আগত ব্যক্তিগণ জ্বলন্ত মোমবাতি নিয়ে উচ্চকণ্ঠে দ্রুত বিচার চাইলেন সরকার এবং প্রশাসনের কাছে। এখন দেখা সিবিআই তদন্তের ফলে কত দ্রুত প্রকৃত দোষীরা ধরা পড়ে সেদিকে তাকিয়ে আপামর জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *