রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যেক পরিমল দে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক, লেখক পরিমল দে। রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যেক পরিমল দে। জানা গিয়েছে, ২০১৬ সালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চের থেকে মুখ্যমন্ত্রী নিজে হাতে পরিমল দে’র হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন। তবে সম্প্রতি আর,জি কর হাসপাতালে ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দল মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট পরিমল দে। এদিন জনসমক্ষে ঘোষণা করেন বঙ্গরত্ন ফেরত দেওয়ার কথা। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *