হৃদরোগের বিশেষ স্ক্রিনিং ক্যাম্পসহ চিকিৎসা শিবির। পরিষেবা পেলেন শতাধিক পথচলতি মানুষ, সিভিক ভলেন্টিয়ার, পুলিশকর্মীরা।

0
230

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-রবিবারের সকালে অভিনব উদ্যোগ। হৃদরোগের বিশেষ স্ক্রিনিং ক্যাম্পসহ চিকিৎসা শিবির। পরিষেবা পেলেন শতাধিক পথচলতি মানুষ, সিভিক ভলেন্টিয়ার, পুলিশকর্মীরা। কিমস হাসপাতাল এখানে চিকিৎসা পরিষেবা দেবার সব আয়োজন করেছিল।
ই সি জি, ব্লাড সুগার,মেডিসিন বিভাগে চিকিৎসা পরামর্শ দেবার ব্যবস্থা ছিল।
ঘটনাচক্রে এদিনই ছিল পুলিশ দিবস। পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ সহযোগিতায় শিবিরটি বীরহাটা ট্রাফিক পোস্টে আয়োজিত হয়।
শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক দেবব্রত ব্যানার্জি, নীরজকুমার ঝা, বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী সহ ওয়েভের সদস্যরা। সঞ্চালনা করেন বাচিকশিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী।
বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এদিন উপস্থিত ছিলেন।
বর্ধমান ওয়েভের পক্ষ থেকে জানান হয়েছে, বেশ কয়েকবছর ধরে তারা বর্ধমানের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন নানা কর্মসূচি নিয়ে।আগামীদিনেও যাবেন। শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা, অরূপ লাহা, সুপ্রকাশ চৌধুরী,অভিজিৎ সাহা, তন্ময় রায়চৌধুরী,সুব্রত হালদার, মনতোষ পোদ্দার, সোমনাথ দত্ত,প্রসুন চন্দ,শ্রীজা ব্যানার্জি সহ আরো অনেকে। কিমস হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন মিসাইল দত্ত, আরশাদ গণি প্রমুখ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here