আরজি কর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার পথমিছিল ও পথসভা গঙ্গাজলঘাটি ব্লক 2 এর তরফে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশমত আজ রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রীর নির্দেশে আরজি করের ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে অবস্থান বিক্ষোভ।
আরজি কর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার পথমিছিল ও পথসভা গঙ্গাজলঘাটি ব্লক 2 এর তরফে।
জিতেন গারাই এর সভাপতিত্বে হওয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সিপিএম বিজেপিকে একহাত নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিলেন।

এছাড়াও শনিবারের দুর্লভপুর মোড়ের এই পথসভা থেকে আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন গঙ্গাজল ঘাঁটি ব্লক টু এর তৃণমূলের দলীয় কর্মীরা।

অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে তৃণমূল কে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা সুজিত আগস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *