নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের নদীয়া উত্তর জেলা সংগঠনের ডাকে সদ্য শেষ হওয়া ত্রিস্তর পঞ্চায়েত ভোটে অর্থাৎ পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট যে সদ্য সমাপ্ত হয়েছে তাতে নির্বাচিত তৃণমূলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে। আজ বেলা ১ টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নদিয়া উত্তর জেলার চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি রিক্তা কুন্ড ু সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। কিভাবে পঞ্চায়েত ভোট গঠন করা হবে সে বিষয়ে তৃণমূল নেতৃত্ব জয়ী প্রার্থীদের জানান এবং তারা বলেন যেখানে তৃণমূল নিজেই বোর্ড গঠন করতে পারবে সংখ্যা নিরিখে সেখানে অন্য দল থেকে লোক নেওয়া হবে না এছাড়াও পরাজিত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান, নিজে নিজে এলাকায় পরাজিত তৃণমূল প্রার্থীরা দলের হয়ে মানুষের কাজ করবেন বলে জানান নাসিরউদ্দিন সাহেব।