সোনামুখীর ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যামনি বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন।

0
131

আবদুল হাই , বাঁকুড়াঃ-  যুগানায়ক স্বামী বিবেকানন্দের নামে এখনো আপমর ভারতবাসীর মাথা শ্রদ্ধায় নত হয়। পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের হৃদয়ে স্বাধীনতার সলতে পাকনোর কাজ করেছেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের মানসপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সলতে তে আগুন দিয়েছিলেন।
এই রকমই এক মহামানবের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা এবং তার শুভ উন্মোচন হয়ে গেল বুধবার বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যামনি বিদ্যালয়ে।
মহামানবের আবক্ষ মূর্তি উন্মোচন করেন স্বামী যুগেশ্বারানন্দজী মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন এসআই বিশ্বনাথ রায় , পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়, ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যামনি বিদ্যালয়ের টিচার ইনচার্জ প্রসেনজিৎ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং বর্তমান, প্রাক্তন ছাত্র ছাত্রীরা।প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান মাঝেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং সাথে সাথে বিভিন্ন মেধার ছাত্র ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here