কেউ নিচ্ছে ভূগোলের ক্লাস কেউ বা ইংরেজির, ছাত্র-ছাত্রীদের বেঞ্চিতে বসে পড়া বুঝছেন শিক্ষক শিক্ষিকারা।

0
134

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হল।আর এই শিক্ষক দিবসের দিন বাঁকুড়ার বিদ্যালয়ে ধরা পড়ল এক অন্য ছবি। বাঁকুড়ার ছাতনার পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক স্কুলে শিক্ষকের ভূমিকায় পড়ুয়ারা। কেউ নিচ্ছে ভূগোলের ক্লাস কেউ বা ইংরেজির। ছাত্র-ছাত্রীদের বেঞ্চিতে বসে পড়া বুঝছেন শিক্ষক শিক্ষিকারা। অভিনবভাবে প্রতিবছর এভাবেই শিক্ষক দিবস পালন করে আসছে এই আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাহাড়ের কোলে সাজানো-গোছানো এই বিদ্যালয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক যেন বন্ধুর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ গাঙ্গুলী জানান, বছরের এই বিশেষ দিন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পড়াশোনা সমস্ত কিছুই পরিচালনা করে ছাত্র-ছাত্রীরা। এই আবাসিক বিদ্যালয়ে বর্তমানে ৮৫১ ছাত্রছাত্রী রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here