দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের পক্ষ থেকে কারগিল যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের স্মৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় পালন করা হলো কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত চলা কারগিল যুদ্ধের সময় প্রবল পরাক্রমের সাথে পাক বাহিনীর সঙ্গে লড়াই চালায় ভারতীয় সেনাবাহিনী। অবশেষে ১৯৯৯ সালে ২৬ শে জুলাই পাকবাহিনীর হাত থেকে সম্পূর্ণরূপে কারগিল উপত্যকা রক্ষা করতে সক্ষম হয়ভারতীয় সেনা। আর এই দিনটিকে সামনে রেখে প্রতিবছর গোটা দেশজুড়ে কারগিল বিজয় দিবস পালন করা হয়। কারগিল যুদ্ধের সময় শহীদ জওয়ানদের স্মরণের পাশাপাশি এদিন মহাসমারহে পালন করা হয় কারগিল বিজয় দিবস। সেই মতো প্রতিবছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে শ্রদ্ধা ও স্মরণের সাথে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের পক্ষ থেকে কারগিল বিজয় দিবস পালন করা হয়। এই বছরও সেই কর্মসূচির অনথা হলো না।দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের পক্ষ থেকে পালিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের বরিষ্ঠ সদস্য ভাস্কর চ্যাটার্জি, শংকর দাস, রতন দে অমিতাভ বর্মন পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য শঙ্কু কর্মকার, দুলাল সিংহ, গগন ঘোষ, বুলন দাস সহ অন্যান্যরা। এদিন ক্লাবের পক্ষ থেকে কারগিল যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের স্মৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করার পাশাপাশি শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এবং যুদ্ধে যে সমস্ত বীর জওয়ানরা বীর গতি প্রাপ্ত হয়েছেন তাদের স্মৃতিতে নীরবতাও পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *