পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে বর্ধমানের কৃষি খামারে শুরু হয়েছে পাঁচ দিনের আবাসিক নাট্য কর্মশালা।

0
15

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে বর্ধমানের কৃষি খামারে শুরু হয়েছে পাঁচ দিনের আবাসিক নাট্য কর্মশালা। কর্মশালা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর , ২০২৪ পর্যন্ত।আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামা প্রসন্ন লোহার, সভাধিপতি, পূর্ব বর্ধমান জেলা পরিষদ , শান্তনু কোনার, কর্মাধ্যক্ষ, শিক্ষা, তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতি, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সদস্য রাকেশ ঘোষ ও রুদ্রপ্রসাদ চক্রবর্তী, প্রশিক্ষক তরুণ প্রধান ও সুদীপ্ত কুন্ডু সহ সংস্কৃতি ভাবাপন্ন মানুষরা। এই কর্মশালায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলা থেকে ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছেন। ইন্টারভিউ মাধ্যমে এই ছাত্র ছাত্রিদের নির্বাচন করা হয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই কর্মশালা আয়োজনে খুশি ছাত্র ছাত্রী ও প্রশিক্ষকরা। কর্মশালা শেষে ছাত্র ছাত্রীদের শংসাপত্র দেওয়া দেওয়া হবে। রাম শঙ্কর মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানান ” কর্মশালা সুষ্ঠ ভাবে করার জন্য সমস্ত রকম ব্যাবস্থা করা হয়েছে। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here