পঞ্চানন বর্মা কে জনক হিসাবে আজকের দিনটি পালন করে থাকেন সমগ্র রাজবংশী সম্প্রদায়ের।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ অর্থাৎ ৯ই সেপ্টেম্বর পঞ্চানন বর্মার তিরধান দিবস।এই পঞ্চানন বর্মা মুলত বাজবংশির জনক হিসাবে গন্য,তাই বাজবংশি রা প্রতি বছর নয়ই সেপ্টেম্বর আজকের দিনটি স্মরণ করে থাকেন তিরধান দিবস হিসাবে। ১৮৭২সালে ১লা ফাল্গুন এই পঞ্চানন বর্মার জন্ম গ্রহন করেন এবং ২৩শে ভাদ্র১৩৭২ সনে মৃত্যু হয় তার। তিনি মুলত এক সময় রাজবংশিদের নানান বিষয় নিয়ে আন্দোলন করে ছিলেন এবং রাজবংশীজাতি দের প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে ছিলেন,তাই রাজবংশী দের তাদের জনক হিসাবে আজকের দিনটি পালন করে থাকেন সমগ্র রাজবংশী সম্প্রদায়ের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here