সাইবার ক্রাইম সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় বালুরঘাট কলেজে।

0
116

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট কলেজে পক্ষ থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার। সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর ইনচার্জ, বালুরঘাট পুলিশ স্টেশনের আধিকারিক গন এবং সাইবার ক্রাইম থানার টেকনিক্যাল এক্সপার্টরা বালুরঘাট কলেজে ছাত্র-ছাত্রীদের সামনে এ বিষয়টি তুলে ধরেন। মূলত এখন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা কিভাবে এই সমস্যার সম্মুখীন হওয়ার পর তার সমাধান করবে সে বিষয়ে আলোকপাত করা হয়।কর্মশালায় বালুঘাট কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার কুণ্ড বলেন, ‘এখনকার যুগের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন, ইন্টারনেট সহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে। এর ফলে তারা অনেক সময় সাইবার ক্রাইম বিষয়ক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আজ মঙ্গলবার এ বিষয়ে আমরা একটি কর্মশালার আয়োজন করেছিলাম। এখানে সাইবার ক্রাইম থানার আধিকারিক গন, বালুরঘাট পুলিশ স্টেশনের আধিকারিক এবং সাইবার ক্রাইম থানার বিশেষজ্ঞ রা উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন সমস্যা হলে তুলে ধরেন এবং তার সমাধান সূত্রও বলে দেন।এই কর্মশালা হওয়ার ফলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here