ময়নার বাকচায় এন আই এ, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আজ ঘটনার তদন্ত করে এন আই এ।

0
91

পূর্ব মেদিনীপুর-ময়না, নিজস্ব সংবাদদাতাঃ- ২০২৩-এর ১লা মে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ময়না। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে এন আই এ। আজকে এন আই এ এর আধিকারিকরা বাড়ির সদস্যদের জিঙ্গাসাবাদ করে, কি হয়েছিল সেদিনের ঘটনা সম্পর্কে।
এন আই এ- সূত্রের খবর,আজকে এই ঘটনায় পুনঃনির্মাণ করতে চলেছেন তারা। এই খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে এফ আই আর হয়। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই হাইকোর্টের নির্দেশে বাকচার বিজয়কৃষ্ণ ভূঁঞা খুনের ঘটনায় এন আই এ তদন্ত শুরু হয়। সে ক্ষেত্রে আজ আচমকাই ভোর রাত থেকে প্রায় ২০০ জনের ১৪ টি দল ভাগ করে ৯টি বাড়িতে এই ঘটনায় বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআর এ নাম থাকা অভিযুক্ত মোট ৯ জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতে হানা দেয় এনআইএ। তবে যদিও বেশ কয়েকজন ফেরার রয়েছে। ভোর রাত থেকেই ময়নার বাকচা গোড়ামোহাল এলাকায়
তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল, স্বপন ভৌমিক, তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ সৌমিত্র মন্ডল, শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এন আই এ।
এ ছাড়া তদন্তের জন্য তৃণমূলের নেতা কমল খুটিয়া, মোহন মন্ডল, সুজিত কর, নবকুমার মন্ডল, অমিতাভ ভঞ্জ এদের বাড়িতে হানা দেয় এন আই এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here