শনিবার সকালেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়ার ডক্টরদের ৩০ জনের একটি দল এসে পৌঁছায় কেশপুরের তাবাগেড়িয়া এলাকায়।

0
248

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে এবার অভয়া ক্লিনিক ও অভয়া ত্রাণ শিবির জুনিয়র ডাক্তারদের। শনিবার সকালেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়ার ডক্টরদের ৩০ জনের একটি দল এসে পৌঁছায় কেশপুরের তাবাগেড়িয়া এলাকায়। উল্লেখ্য দিন কয়েক আগেই এই এলাকায় এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। শনিবার যখন বিভিন্ন মেডিকেল কলেজে কাজে যোগ দিচ্ছে জুনিয়র ডাক্তাররা, ঠিক সেই সময় বন্যা কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক ও অভয়া ত্রাণ শিবির জুনিয়র ডাক্তারদের। মেডিসিন, সার্জারি, প্রসূতি, পেডিয়াট্রিক সহ বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা এসেছে কেশপুরের এই অভয়া ক্লিনিকে ও ত্রাণ শিবিরে। মূলত বন্যা কবলিত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে এই উদ্যোগ জুনিয়ার ডাক্তারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here