নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ সেপ্টেম্বর:- আরজি কর কান্ডের সুবিচার সহ ভূতনীর বন্যা কবলিত অসহায় মানুষজনের জন্য ক্ষতিপূরণের দাবীতে রাত জাগো কর্মসূচি পালন করল বামদল সিপিআইএম। সিপিআইএম-এর ছাত্র-যুব-মহিলা, কৃষক-ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের সদস্যরা মিলিতভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত জাগরণ কর্মসূচি পালন করলেন মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। এদিনের এই কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিআইএম নেতা মোজাফফর হোসেন, সিপিআইএম নেত্রী রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা সকলেই আর জি কর কান্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুর চড়ান। সেই সঙ্গে ভুতনীর বন্যাকে পূর্ব পরিকল্পিত বন্যা আখ্যা দিয়ে কেন্দ্র-রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ান। ভাঙন ও বন্যায় ক্ষতিপূরণের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবী জানান।