বন্যার জল ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা আর তার জেরেই ভেঙে পড়েছে বেশ কিছু বসতবাড়ি

0
194

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছিল। তবে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সর্বগ্রাসী কংসাবতীর জল কেড়ে নিয়েছে বসতবাড়ি। বন্যার জল বাড়ি ঘর থেকে নেমে গেলেও রেখে গিয়েছে তার চিহ্ন, যার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। বন্যার জল ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা আর তার জেরেই ভেঙে পড়েছে বেশ কিছু বসতবাড়ি। একদিকে যেমন বন্যা, আবার তাঁর দোসর বৃষ্টি । আবার নতুন করে রাতভর অবিরাম বৃষ্টি শুরু হওয়ার ফলে, আশঙ্কায় রয়েছে বানভাসি মানুষজন। একদিকে যেমন বাঁধের কাজ চলছে অন্যদিকে ফের নতুন তৈরি হওয়া বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে এলাকাবাসীরা। এখনো বৃষ্টি বন্ধের কেনো লক্ষন নেই। প্রশাসনের তরফ থেকে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা গেলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। ফলে সেটি নিয়েও চিন্তিত বন্যার্ত মানুষজন। আবার নতুন করে প্লাবিত হতে পারে গোটা এলাকা এমনটাই আশঙ্কাবোধ করছে স্থানীয় মানুষজন।
তবে পাশে থাকার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here