জটেশ্বরে ব্যাপক হয়রানির শিকার হলেন যাত্রীরা।

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাফারি গাড়ির টাইম কিপারকে বেধড়ক মারধর করার অভিযোগে সাফারি ও ম্যাজিক গাড়ির চাকা ঘুরল না ফালাকাটা বীরপাড়া রুটে। ঘটনায় জটেশ্বরে ব্যাপক হয়রানির শিকার হলেন যাত্রীরা। অভিযোগ, সাফারি গাড়ির টাইম কিপারকে বেধড়ক মারধর করে হাইস্পিড টোটো চালকরা তারই প্রতিবাদে বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টা থেকে ফালাকাটা বীরপাড়া রুটে সাফারি ও ম্যাজিক গাড়ির পরিষেবা বন্ধ রাখেন। সাফারি চালকদের অভিযোগ, বেশ কিছু দিন আগে সাফারি ও ম্যাজিক গাড়ি ও হাইস্পিড টোটো চালকের যাত্রী তোলা নিয়ে সমস্যা হয় জটেশ্বরে তারপর উভয় পক্ষের থেকে বসে সুষ্ঠ ভাবে আলোচনার মাধ্যমে সেটি মিটেও যায়। তারপর সাফারি গাড়ি চালকদের তরফ থেকে একজন টাইম কিপার রেখে দেওয়া হয়, নির্দিষ্ট সময়ে হাইস্পিড টোটো চলাচল বিষয় দেখার জন্য। এদিন সেই মোতাবেক সাফারি গাড়ির টাইম কিপার ১০ মিনিট অন্তর অন্তর হাইস্পিড টোটো ছেড়ে যাবার নিয়ম অনুযায়ী কাজ করছিলেন। অভিযোগ, একটি হাইস্পিড টোটো যাবার ২/৩ মিনিটের মধ্যে আরো একটি হাইস্পিড টোটো যেতে চায়, সে সময় সাফারি গাড়ির টাইম কিপার বাঁধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অনন্য সাফারি গাড়ির চালকরা এসে ওই টাইম কিপার কে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তারপর ওই বিষয়ে ফালাকাটা থানায় একটি লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।

অপরদিকে হাইস্পিড টোটো চালকের অভিযোগ, তাদের মারধর করে সাফারি গাড়ির চালকরা। হাইস্পিড টোটো চালকদের একাংশের বক্তব্য, এদিন ওই টাইম কিপার হাইস্পিড টোটো থেকে চাবি খুলে রাস্তায় আছার মারে, এবং আমাদের এক হাইস্পিড টোটো চালকে মারধর করে। আমরা ওই হাইস্পিড টোটো চালক কে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাই এবং জটেশ্বর পুলিশ ফাঁড়িতে লিখিত ভাবে অভিযোগ জানাই। এই ঘটনায় পুজোর বাজারে যাত্রী পরিষেবা লাটে ওঠে জটেশ্বর ফালাকাটা সড়কে। দুর্ভোগে পড়েছেন দূরবর্তী এলাকার থেকে আসা যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here