অসহায় ও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিশিষ্ট সমাজসেবী অজয় পরামানিক।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহায্যরা গ্রামের বিশিষ্ট সমাজসেবী অজয় পারমানিক শুক্রবার 12-14 টি গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলেন। শুধু এই বছরই বস্ত্র বিতরণ করা হলো এমনটা কিন্তু নয়। বিগত ১০ বছর ধরে পূজোর আগে ঠিক এই ভাবেই অসহায় ও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিশিষ্ট সমাজসেবী অজয় পরামানিক।

এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন mla অলোক মুখার্জি, জেলা সভাধিপতি অনুসূয়া রায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম জিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি, এছাড়াও আরো এলাকার মান্যগুণ্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বস্ত্র পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষ। অজয় বাবুর এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *